শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ৪৩টি মন্দিরকে অনুদান প্রদান

সকল ধর্মের উন্নয়নে কাজ করছে সরকার:এমপি দীপংকর

নিজস্ব প্রতিবেদক:: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সকল ধর্মের উন্নয়নে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিমিনয় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলার স্থানীয় এ সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৪৩টি মন্দিরকে অনুদান প্রদান করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!