শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নানিয়ারচরে সিএজির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় বিজুংগ্যা চাকমা (৩৫) নামের যুবক নিহতের খবর পাওয়া গেছে। এঘটনায় নিহতের স্ত্রী অনুমিকা চাকমা ও লিটন চাকমা নামে অপর এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১টায় রাঙামাটি থেকে উপজেলার ইসলামপুর তেজমোড় এলাকায় পৌঁছালে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় অসুস্থ্য বিজুংগ্যা চাকমা। আহত বিজুংগ্যা চাকমাকে নানিয়রচর উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত বিজুংগ্যা চাকমার লাশ আমরা তার পরিবারের নিকট হস্তান্তর করেছি।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে নিহত বিজুংগ্যা চাকমা কে বহনকারী সিএনজি টি তেজমোড় এলাকার সড়কের বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এঘটনায় সিএনজি চালক রিকন চাকমা পালাতক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

এদিকে বিজুংগ্যা চাকমা নিহতের ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছাঁয়া। অপরেিক এঘটনায় নিহতের স্ত্রী অনুমিকা চাকমা কে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত লিটন চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!