শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

বর্তমান সরকার শিক্ষা বান্ধব গুইমারা দাখিল মাদ্রাসায় চেক বিতরণ ও মা সমাবেশে —–মেমং মারমা

আব্দুল আলী, গুইমারা::বর্তমান সরকার শিক্ষা বান্ধব গুইমারা দাখিল মাদ্রাসায় চেক বিতরণ ও মা সমাবেশে বক্তব্যে বলেছেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।

তিনি আরও বলেন শিক্ষার পাশাপাশি ইসলামের জন্য কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরদের মধ্য হইতে অতি দরিদ্রতার বিবেচনায় মাদ্রাসার ১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের পাঁচ হাজার টাকা হারে পচাঁত্তর হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ বিজ্ঞান উপকরণ প্রদশর্ণ ও মা সমাবেশে প্রধান অতিথির বকতব্যে এসব কথা বলেন।

৯ অক্টোবর সোমবার সকালে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ বিজ্ঞান উপকরণ প্রদর্শন ও মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অন্যদের মধ্যে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার জায়নুল আবদীন,সহকারী শিক্ষক মো: ইউচুপ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া মাদ্রসার ছাত্র-ছাত্রীর অভিভাবকসহ মায়েরা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!