নিজস্ব প্রতিবেদক:: শারদীয় দূর্গা পুজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে রাঙামাটি জেলা পুলিশ। উৎসবমূখর পরিবেশে জেলার ৪১টি পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব পালন করতে এই সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর ২০২৩) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন, রাঙামাটি পলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, (বার)।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান. অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, শ্রী শ্রী গিতাশ্রম মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রানা দাশ, রাঙামাটি পূজা উদযাপন পরিষদ সদস্য পরেশ মজুমদার, কলেজ গেইট দূর্গা মাতৃমন্দির সভাপতি বিজয় কৃষ্ণ দে, নানিয়ারচর শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি অশোক তালুকদার ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সাইবার মনিটরিং সেল, পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটি জেলা। অন্য জেলার তুলনায় এখানে বড় বড় উৎসব হয়। আমি আশাকরি সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে এখানে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। সিসি ক্যামেরা ও সাইবার মনিটরিং সেলের মাধ্যমে প্রতিটা পূজা মন্ডপ নজরদারি করা হবে। কোন প্রকার উশৃঙ্খলতা দেখা দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, রাঙামাটির সদর থানার আওতায় ১৪টি, কাউখালী থানায় ৪টি, নানিয়ারচর ১টি, কাপ্তাই ৫টি, চন্দ্রঘোনা ৪টি, রাজস্থলী ১টি, বিলাইছড়ি ১টি, লংগদু ৩টি, বরকল ২টি, জুরাছড়ি ১টি, বাঘাইছড়ি ৩টি ও সাজেক থানায় ২টি সহ জেলায় মোট ৪১টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দূর্গা পূজা। আগামীতে জেলা থেকে একই সাথে ৪১টি পূজা মন্ডপ সাইবার মনিটরিং এর মাধ্যমে নজরদারি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।