নুরুল আলম:: খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩২৬ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিট।
বুধবার (৪ অক্টোবর) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা ও কল্যাণ মিত্র বড়ুয়া।
অনুষ্ঠানে বিগত বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩২৬টি পরিবারকে ৬ হাজার টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সবসময় জনগনের পাশে থেকে সহযোগিতা করে আসছে। একই সাথে যেকোন দুর্যোগেও রেড ক্রিসেন্ট জনগণের পাশে রয়েছে।