শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টের পর পানিতে ডুবে একজনের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ-গাথাছড়া সেতুর পাশে শনিবার সন্ধ্যায় ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) পিকনিক খেয়ে বাড়ি ফেরার পথে কাচালং নদীর উপর বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় তারের সাথে শক লেগে পানিতে পড়ে ডুবে গিয়ে ছামাদুল হক (২৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে এবং মো. মামুন (১৮) ও মো. রাসেল (২০) নামে অপর ২ জন গুরুতর আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনেকে চিকিৎসা দেয়া হয়। এবং ডুবে যাওয়া ব্যক্তি সারারাত চেষ্টার পর পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক তারের নিচ দিয়ে একটি পিকনিকের একটি নৌকা যাওয়ার সময় তিন জনের শরীরে বিদ্যুতের তার লেগে যায়। এতে বিদ্যুতের শক খেয়ে ছামাদুল হক (২৫) নামের একজন সাথে সাথে পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় । নদীতে ডুবে যাওয়ার পর থেকে ছামাদুল হককে খুঁজতে স্থানীয় জেলে, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সারা রাত চেষ্টার পর পরের দিন রোববার সকালে ৭টার দিকে তার মৃতদেহ উদ্ধার হয়। এদের তিন জনের বাড়ি মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায় ।

এব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে । নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!