নিজস্ব প্রতিবেদক:: নাইক্ষ্যংছড়ির সীমান্তের অভিযান চালিয়ে ৪০টি মিয়ানমার বার্মিজ অবৈধ গরু জব্দ করেছে ১১ বিজিবি। শনিবার (২৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব অবৈধ বার্মিজ গরু জব্দ করা হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তের দিকে মায়ানমার সীমান্ত দিয়ে দেশে অবৈধ গরু পচারের এমন সংবাদ পায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ১১ বিজিব ক্যাপ্টেন রাফি-উস-হাসান এর বিশেষ টহলদল। এসময় রুদ্ধশ্বাস চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৪০টি বার্মিজ অবৈধ গরু জব্দ করা হয়। যার বাজারের মূল্য ৪৪ লাখ টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক ও জোন কমন্ডার লে. কর্নেল সাহল আহমদ নোবেল এসি বলেন, এ এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান। যে সকল ব্যক্তিবর্গ এধরনের চোরাচালানী কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সে যেই হোক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিনায়ক ও জোন কমন্ডার আরো বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র,অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।