শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

প্রধান মন্ত্রীর নিকট স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশেষ বরাদ্দের আবেদন করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান

নুরুল আলম:: জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় গণভবনে অনুষ্ঠিত সম্মেলনে বর্তমান সরকারের তত্বাবধানে পার্বত্যাঞ্চলসহ গুইমারার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বর্ণনা করে কয়েকটি দাবি ও প্রধানমন্ত্রীকে খাগড়াছড়ি আসার আমন্ত্রন জানান গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) স্থানীয় সরকার দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় এর মন্ত্রী মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহন করেন। উক্ত সম্মেলনে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান মেমং মারমা উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা ও গুইমারা উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধান মন্ত্রীর স্ব-ইচ্ছায় পার্বত্যাঞ্চলে মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয়সহ নানান উন্নয়ন হয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব উপজেলা প্রতিষ্ঠা করা হয়েছে তার মধ্যে গুইমারা একটি। গুইমারা একটি জনবসতি সম্পন্ন এলাকা হওয়া সত্ব্যে এখানের অসহায় সাধারণ মানুষরা অসুস্থ্য হলে ছুটে যেতে হয় পার্শ্ববর্তি উপজেলা গুলোতে। কেননা গুইমারা এখনো পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়নি। যদিও বিজিবি হাসপাতাল আছে তবে সেখানে সাধারণ মানুষেরা তেমন কোনো চিকিৎসা সুযোগ পায়না উল্লেখ করে প্রধান মন্ত্রীর নিকট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবি করেন তিনি।

তিনি এলাকাবাসী ও অসহায়দের কথা চিন্তা করে বলেন, আমাদের পার্বত্য এলাকার উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা বছরের পর বছর কোনো প্রকার বেতন ভাতা ছাড়াই এলাকার অসহায় জনসাধারণদের কল্যাণে শ্রম ও সেবা দিয়ে যাচ্ছে। আমাদের উপজেলার বার্ষিক কোনো রাজস্বখাত না থাকায় কোনো অসহায় ব্যক্তি চিকিৎসা কিংবা শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য আসলে জনপ্রতিনিধিদের পকেট থেকেই দিতে হয়। আর এসব সমস্যা সমাধানের জন্য তিনি প্রধান মন্ত্রীর নিকট উপজেলা পরিষদের জন্য বার্ষিক একটি আর্থিক তহবিলের দাবি করেন। যাতে অসহায়দের সহযোগিতা করে বর্তমান সরকারকে জনগণের আস্থা হিসাবে চিহ্নিত করতে পারেন।

এছাড়াও তিনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ২৯৮নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিয়ে আবারো পার্বত্য খাগড়াছড়িবাসীর সেবা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আবদার করেন। সর্বশেষ খাগড়াছড়ি নির্মাণাধীণ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আসার অনুরোধ জানান।

সম্মেলন শেষে ১৫ সেপ্টেম্বর গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ফিরে আসলে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!