নুরুল আলম: মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) সকালে ওয়ালটন প্লাজা গুইমারা উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রাহকগণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু মশা ধ্বংস, ডেঙ্গু থেকে রক্ষা ও ডেঙ্গু হলে করনীয় কি এবং এর প্রতিকার সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা মূলক র্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ওয়ালটন প্লাজার স্টাফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীতে এর অভিযানে অংশগ্রহন করেন।