নিজস্ব প্রতিবেদক:: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মসজিদ ভিত্তিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মস্থান বিষয়ক সম্পাদক এবং সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নিদের্শনায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক মসজিদগুলোতে বাদ জুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এর সভাপতি সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।