রবি. ফেব্রু ২৩, ২০২৫

গুইমারায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত


নুরুল আলম: জাতীয় পর্যায়ের কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
দিবসের প্রথম প্রহরে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ড, গুইমারা থানার পুলিশ, আনসার ভিডিপি, গুইমারা প্রেস ক্লাব, বিএনপি, ইউপিডিএফ গণতন্ত্র, জেএসএস সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একত্রিত হন।

পতাকা উত্তোলন ও আলোচনা সভা
সুর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১০:৩০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আইরিন আক্তার। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গুইমারা থানার অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও আনসার-ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন
জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ আয়োজন করে। এছাড়া, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সমাপ্তি
গুইমারায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে, যা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত করবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!