নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াতের মনোনীত সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমীর মো. ইলিয়াছ ও ছাত্রশিবির জেলা সভাপতি মো. মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দাবি করেন, ষড়যন্ত্রমূলক মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আজহারুল ইসলামকে দণ্ডিত করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।