রবি. ফেব্রু ২৩, ২০২৫


নুরুল আলম::
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াংপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক রাত ১টার দিকে অংফু খিয়াংয়ের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের মতে, রান্নাঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পাশের চিংহ্লাঅং খিয়াং ও সাজাই খিয়াংয়ের ঘরেও আগুন ধরে যায়। এলাকাবাসী ও আশপাশের পাড়ার মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত সাজাই খিয়াং জানান, আগুনে তার ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ সবকিছু পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

এদিকে, রাজস্থলী ফায়ার স্টেশন অফিসার আবদুল গনি জানান, তারা এ অগ্নিকাণ্ডের খবর পাননি। যদি আগেই জানানো হতো, তাহলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া যেত। ঘটনার বিষয়ে ১ নম্বর ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!