নিজস্ব প্রতিবেদক:: গুইমারা উপজেলা বিএনপির নেতাকর্মীরা আজ অসুস্থ গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমকে দেখতে তার বাসভবনে গিয়েছেন। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির নেতারা জানান, নুরুল আলম গুইমারা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি এলাকায় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নেতাকর্মীরা তাকে সাধ্যমতো সহযোগিতা করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।