বিশেষ,প্রতিনিধি:: লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান থেকে গত ২ ফেব্রুয়ারী অপহৃত হওয়া ৭ জনকে ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়ল সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসীরা ৩ ফেব্রুয়ারী বিকেলে মুক্তিপণের টাকা পাওয়ার পর তাদের লেংপুং পাড়া এলাকার একটি পাহাড়ের উপর ছেড়ে দেয়।
স্থানীয় গাছ ব্যবসায়ী হেলাল জানান, অপহৃত ব্যক্তিরা তার গাছ বাগানের শ্রমিক। ৩ ফেব্রুয়ারী বিকেলে সন্ত্রাসীরা তাদের দেয়া দুইটি নগদ একাউন্ট নাম্বারে ৩ লাখ টাকা পাঠানোর পর অপহৃত ৭ জনকে মুক্তি দেওয়া হয়।
পূর্বে, ২ ফেব্রুয়ারী রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান পাড়া এলাকা থেকে ওই ৭ জনকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে ছিলেন: মোঃ জামাল (৫০), মোঃ নুর আহমেদ (৫৫), মোঃ সাইফুল (৩৫), মোঃ আলমগীর (৩০), মোঃ হেলাল উদ্দিন (৪০), মোঃ আবদুল্লাহ, এবং অপরজনের নাম জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারী অপহৃত ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার পর স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।