রবি. ফেব্রু ২৩, ২০২৫

কক্সবাজার,প্রতিনিধি:: টেকনাফের সাবরাংয়ের সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলার থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং দুইটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

সোমবার মধ্যরাত ১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, পাচারকারিরা কোস্টগার্ড ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি তীরে ভিড়িয়ে পালিয়ে যায়।

এসময় পাচারকারিরা পালিয়ে গেলেও, তাদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করে তল্লাশী চালানো হয়। সেখানে পাওয়া যায় একটি ব্যাগ ও বস্তা, যার মধ্যে ছিল এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং দুটি ধারালো দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উদ্ধারকৃত মাদকগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে। একইসাথে, পাচারকারিদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লে. কমান্ডার সিয়াম-উল-হক।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!