রবি. ফেব্রু ২৩, ২০২৫

রাঙ্গামাটি,প্রতিনিধিঃঃ রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তৃতীয় লিঙ্গের হিজড়া শিলা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসা থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে কাউখালীতে বসবাস করছিলেন এবং তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন। এলাকাবাসী জানায়, তিনি একসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করতেন, তবে সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর এই দায়িত্ব অন্য একজনকে দিয়ে তিনি স্টেজ শোতে মনোনিবেশ করেন। স্থানীয়দের মতে, শিলা একসময় এক যুবককে বিয়ে করেছিলেন, কিন্তু মাদকাসক্তির কারণে সেই বিয়ে টেকেনি এবং ডিভোর্স আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি শিলা বেতবুনিয়ায় কম সময় কাটাতেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। স্থানীয়দের দাবি, ঘটনার রাতে তার বাড়িতে পাঁচজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করতে দেখলেও তারা কখন বের হয়েছে, তা কেউ দেখেনি। পরদিন বিকেলে শিলার পরিচিত আরেক হিজড়া তার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে গলাকাটা মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!