শিরোনাম
রবি. ফেব্রু ২৩, ২০২৫

মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকছড়ি থানা পুলিশের চৌকস এসআই (নি:) সুমন কান্তি দে ও এসআই (নি:) তানভীর আহতাম-এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করে।

আটককৃত আসামি মোঃ মোস্তাফিজুর রহমান (২৯), মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়ার আবুল কাশেম কারিগরের ছেলে। মানিকছড়ি থানার এসআই (নি:) সুমন কান্তি দে জানান, মোস্তাফিজুর রহমান ২০১৯ সালের ২১ জানুয়ারি মামলা নং-০২, জি আর নং-২৯/১৯, ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর অধীনে ৫ বছরের একটি শিশুকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!