রবি. ফেব্রু ২৩, ২০২৫

মহালছড়িতে দরিদ্রদের পাশে তরুণ উদ্যোক্তারা: বাড়ি বাড়ি কম্বল বিতরণ 

কাউসারুল ইসলাম,মহালছড়ি:: শীতের তীব্রতায় কাঁপছে পার্বত্য জনপদ, বিশেষ করে দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে। এই শৈত্যপ্রবাহের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মহালছড়ির কিছু তরুণ উদ্যোক্তা ও উন্নয়নকর্মী। রবিবার (২ ফেব্রুয়ারি) মহালছড়ি সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে তারা বাড়ি-বাড়ি গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। 

এই উদ্যোগে নেতৃত্ব দেন মহালছড়ি স্বপ্নবিলাস এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. খালেদ মাসুদ সাগর। তার সঙ্গে ছিলেন মো. রনি, মো. ইকবাল হোসেন, মো. শাকিব, মো. মোরশেদ আলম প্রমুখ। 

কম্বল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। শান্তিনগর গ্রামের হরমোজা খাতুন বলেন, *”পাতলা কম্বলে শীত কাটানো কষ্টকর ছিল, এখন দিনের বেলায়ও গায়ে জড়িয়ে রাখা যাবে।”* যৌথখামার এলাকার পাইসানু মারমা বলেন, *”শীতে বসে থাকা কষ্টকর, একটি কম্বল আমার জন্য অনেক বড় উপহার।”* 

উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর জানান, প্রথম ধাপে শান্তিনগর ও যৌথখামার গ্রামের ৫০টি পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও ১০০টির বেশি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি সমাজের সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, তরুণদের এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!