প্রতিনিধি,বান্দরবান:: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা এ মিছিল বের করে।
মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ কুতুব উদ্দিন। তবে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালালে নেতাকর্মীরা রাবার বাগানের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া আজও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।”
পুলিশের এ অভিযানের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।