রবি. ফেব্রু ২৩, ২০২৫


নুরুল আলম:: নানা আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে ভক্তরা মায়ের অঞ্জলি গ্রহণ করতে পূজামণ্ডপে ভিড় জমান। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো।

সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দিরসহ বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পূজার অংশ হিসেবে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা করা হয়েছে।

পূজার আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে তারা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ধর্মীয় উৎসবটি উদযাপন করছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!