কক্সবাজা,প্রতিনিধি:: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও মেহেরঘোনা মহাসড়ক এলাকায় ৩১ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে এক বেওয়ারিশ পুরুষ লাশের সন্ধান পাওয়া গেছে।
সংবাদ পেয়ে ঈদগাঁও থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরে বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন করে।
পুলিশের তদন্ত: লাশের সুরতহাল তৈরির দায়িত্বে থাকা উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, রাত আড়াইটার দিকে উদ্ধারকৃত আনুমানিক পঞ্চান্ন বছর বয়সী ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য: স্থানীয় বাসিন্দাদের মতে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই এলাকায় ঘুরে বেড়াতেন। ঘটনার দিনও সারাদিন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়।
পরবর্তী কার্যক্রম: সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করলেও কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি। ফলে বেওয়ারিশ লাশ হিসেবে জালালাবাদ ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় দাফনের অনুমতি দেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের পর দাফন সম্পন্ন হয়।
পুলিশের বক্তব্য: ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বেওয়ারিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং দাফন কার্যক্রমের সত্যতা স্বীকার করেছেন।