নুরুল আলম:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথবাহিনীর এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গভীর রাতে শান্তিনগর এলাকায় পাহাড় কেটে নিচু জমি ভরাটের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি স্কেভেটর, ৩টি ড্রাম ট্রাক এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পাহাড় কেটে নিচু জমি ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করে আসছিল। তাদের কার্যক্রম গোপনে নজরদারি করে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন আবদুল হাই, মো. সাকিব, মো. সুমন, থোইউ মারমা, এবং মো. আকতার হোসেন। অভিযানের সময় ১টি স্কেভেটর, ৩টি মিনি ট্রাক এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।