নুরুল আলম:: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সচেতন নাগরিক কমিটি’র আয়োজনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, আনন্দ, রেডক্রিসেন্ট, টিআইবি, বিএনসিসি, বিডি ক্লিনসহ জেলা সকল পর্যায়ের সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সংক্রান্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সরকারি ক্রয় এবং পরিবেশ-বিষয়ক আইন ও বিধিবিধান পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।
এ খাত সংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য দেশজ সম্পদ ও প্রতিষ্ঠানের সক্ষমতা ব্যবহার না করে আমদানি-নির্ভর ব্যয়বহুল কয়লা ও এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। সার্বিকভাবে এ খাতে নীতি করায়ত্ত, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ সুশাসনের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে।
মানববন্ধনে খাগড়াছড়ি টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাক সহ-সভাপতি অংসুই মারমা, সনাক সদস্য মো. জহুরুল আলম,ইয়েস দলনেতা মো. আরাফাত হোসেন রিজভী, যুব রেডক্রিসেন্টের সদস্য মো. জাহিদুল আলমসহ আরও অনেকে।