মেহেদীইমাম, নানিয়ারচর:: রাঙামাটির তবলছড়িতে গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে ৪ ব্যবসায়ী। অগ্নিকান্ডে তেমন কিছুই উদ্ধার করতে না পেরে চোখে ধোয়াশা দেখছেন এসব ব্যবসায়ী পরিবার।
বুধবার (২২ জানুয়ারী) দিবাগত রাত আড়াই টায় শহরের তবলছড়ি লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় জুয়েল, রাসেল, রুবেল ও মিঠু নামে ৪ ব্যবসায়ীর প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ২টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায়।
এ ঘটনায় বাইসাইকেল গ্যারেজের মালিক মিঠু জানায়, রাত আড়াই টায় আমাদের এক প্রতিবেশি জানায় দোকানে আগুন লেগেছে। তাড়াহুড়া করে এসে দেখি সব পুড়ে শেষ।