নুরুল আলম:: অদ্য ১৯শে জানুয়ারি ২০২৫ রবিবার বেলা ১১ ঘটিকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ এর পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এর আগে সমাধিস্থলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, গাজীপুর মহানগরীর নেতৃবৃন্দ বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা নেতৃবৃন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন থানার (ঢাকা মহানগর) নেতৃবৃন্দ ব্যানার ও ফুল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থলে আসেন এবং স্লোগানে মুখরিত করেন।
অন্যান্য আমাদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল সদস্য সচিব আব্দুর রহিম মাঝি,কাওসার আহমেদ মজুমদার, ফেরদৌস হাসান রনি, তোফাজ্জল হোসেন কচি, মিরুজ্জামান মিরু, নাসির উদ্দিন, আওার মাহমুদ,মহিলা নেত্রী সালমা আজিজ।
ঢাকা মহানগরের উত্তরের সভাপতি হাজী শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। ঢাকা মহানগরের দক্ষিণের আহবায়ক মোঃ শাহ আলম যুগ্ন আহবায় মোশিউর রহমান ঝিনুক।
বরগুনা জেলা কমিটির সভাপতি এনামুল মোরশেদ ফোরকান, সাধারণ সম্পাদক শাহজালাল ফরায়েজী শাহীন সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মাহাদি ময়মনসিং উত্তর জেলার সভাপতি সাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই। ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি খন্ধকার ওয়াহিদ,সাধারণ সম্পাদক জিয়াউল আলম । কাফরুল থানার সভাপতি জি গাউজ সেলিম রেজা ক্যান্টনমেন্ট থানা সভাপতি শাহ নেওয়ার শাহীন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।