শিরোনাম
সোম. জানু ২৭, ২০২৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পুনঃনির্মাণ শেষে জোন অধিনায়ক কর্তৃক পরিদর্শন

শান্তি সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিওনের মহালছড়ি সেনা জোন এর উদ্যোগে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা ব্যায়ে  কেয়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সম্পন্ন করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত কেয়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালেহ্‌ আল হেলাল, পিএসসি, জোন কমান্ডার, মহালছড়ি জোন,

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবনটি উদ্বোধন ও পরিদর্শন করেন । উক্ত  অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেডম্যান, কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহালছড়ি সেনা জোন এর উদ্যোগে ছয় লক্ষাধিক টাকা ব্যয়ে কেয়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সম্পন্ন করা হয়।

এই এলাকার একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পুরাতন ও  জরাজীর্ণ  অবস্থায় ছিল এবং বর্ষাকালে পাঠদান  করার অনুপযোগী হওয়ায় মহালছড়ি জোনের উদ্যোগে স্কুলের ভবনটি পুনঃনির্মাণ সম্পন্ন করা হয়।

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌছানোর জন্য মহালছড়ি জোনের এই উদ্যোগের প্রতি সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!