নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমান বিদেশী সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৭ জানুয়ারী) গভীর রাতে মাটিরাঙ্গা আরপি গেটে থেকে এ সিগারেট আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান গাড়ী তল্যাশী করে অবৈধ পথে আসা এ সিগারেট গুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় চৌদ্দ লাখ টাকা। আটককৃত সিগারেট বিধি মোতাবেক সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কাজ চলমান রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।