নুরুল আলম:: বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদর ইউনিয়ন, হাফছড়ি ইউনিয়ন ও সিন্দুকছড়ি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বিকেল দুইটা থেকে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে গুইমারা উপজেলা কৃষকদল সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে, উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট রবিউল হাসান পলাশ, সংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) কেন্দ্রীয় সংসদ,
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এন আবছার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্নসাধারন সম্পাদ এড, মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক জেলা বিএনপি, বাবু পারদর্শী বড়ুয়া সভাপতি জেলা কৃষক দল, সাঃ সম্পাদক বাবু নীলপদ চাকমা, সিঃ সহ সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম সোহাগ সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক, আরমান হোসেন প্রমুখ।
এ সময় গুইমারা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং প্রধান অতিথি বলেন জাতিয়তাবাদি দল বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে ।