নুরুল আলম:: গুইমারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী ২০২৫) সকালে গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন হাফছড়ি, সিন্দুকছড়ি ও গুইমারা সদর ইউনিয়নের অসহায় গরিব প্রায় ৭ শত ৮১ জন্য ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল)বিতরন করা হয়েছে। আরো জানা যায়, গুইমারা উপজেলায় মোট ১ হাজার ৪শত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। এছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাব সদস্য ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।