ছানোয়ার হোসেন, মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক তৃতীয় মাত্রার মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমাকে আহ্বায়ক ও দৈনিক সকালের সময় পত্রিকার মহালছড়ি প্রতিনিধি মো: ছানোয়ার হোসেনকে সদস্য-সচিব করে মোট ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) মহালছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বর্তমান পূর্বের কার্যকরী কমিটি বিলুপ্ত করে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ সাংবাদিক দীপক সেন।
এসময় উপস্থিত অতিথিরা নির্বাচিত আহ্বায়ক কমিটির সকলকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন ও অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সঠিক সাংবাদ প্রেরণ করার আহ্বান করেন। এছাড়াও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।