নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ, একসময়ের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত, এখন বিশ্বদরবারে উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। স্বাধীনতার পর প্রায় ৫৪ বছরের মধ্যে দেশটি অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত ক্ষেত্রে বিশাল পরিবর্তনের সাক্ষী হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি:: দেশটির জিডিপি প্রবৃদ্ধি গত এক দশকে ধারাবাহিকভাবে ৬ শতাংশের ওপরে ছিল। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। রপ্তানি আয়, প্রবাসী আয়, এবং স্থানীয় উৎপাদন খাতের সমন্বয়ে অর্থনীতি শক্তিশালী ভিত্তি অর্জন করেছে।
সামাজিক উন্নয়ন:: নারীর ক্ষমতায়ন, শিক্ষা, এবং স্বাস্থ্যসেবায় বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি করেছে। নারী কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিতে তাদের অবদান বেড়েছে। শিশুমৃত্যু হার এবং অপুষ্টি হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
চ্যালেঞ্জ ও ভবিষ্যতের লক্ষ্য:: তবে এই উন্নয়নের পথে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তন, নগরায়ণজনিত সমস্যা, এবং বৈষম্যের মতো ইস্যু মোকাবিলা করা জরুরি। এছাড়া, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনিক দক্ষতা এবং নীতি প্রণয়নে আরো মনোযোগ দিতে হবে।