শনি. জানু ৪, ২০২৫


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল কাশেমকে সভাপতি, আব্দুল বারেককে সাধারণ সম্পাদক ও জাকির হোসেন’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) হাফছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত বর্ধিত সভায় হাফছড়ি ইউনিয়ন বিএনপি পূর্নগঠন ও সংষ্কারের লক্ষ্যে আলোচনা করা হয়। পরে পূর্বের কমিটির নিষ্ক্রিয়, দলত্যাগকারী, বয়োবৃদ্ধ, অসুস্থ ও মৃত্য সদস্যদের বাদ দিয়ে ব্যাপক পর্যালোচনা ও সমর্থনসহ ঐক্যমতের ভিত্তিতে আবুল কাশেম’কে সভাপতি, আব্দুল বারেক’কে সাধারণ সম্পাদক, জাকির হোসেন’কে সাংগঠনিক সম্পাদক, আলী হোসেন’কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে হাফছড়ি ইউনিয়ন বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

পরে নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন গুইমারা উপজেলা বিএনপি ও হাফছড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!