ত্রিপুরা সম্প্রদায়কে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই
…….পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
নুরুল আলম:: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর ১৫তম দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল ও ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উদযাপন করা হয়েছে।
সকালে শোভাযাত্রা,বেলুন উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে সুচনা করা হয়। পরে সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, ত্রিপুরা সম্প্রদায়কে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।
যে জাতি যতটা শিক্ষিত সে জাতি ততটা অগ্রসর মন্তব্য করে নিজেদের ঐতিহ্য ধারন করে মৌলিক অধিকার বাস্তবায়নে নিজেদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেয় জানিয়ে শিক্ষা স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে ত্রিপুরাদের আহ্বান জানান তিনি।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. লক্ষ্মীধন ত্রিপুরা।
এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রফেসার আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা,শেফালিকা ত্রিপুরা,ধনেশ্বর ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সুশীল জীবন ত্রিপুরা,মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
কাউন্সিলে খঞ্জন জ্যোতি ত্রিপুরাকে সভাপতি ও সাগর ত্রিপুরাকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।