শিরোনাম
বুধ. জানু ১, ২০২৫

বাঁশরী-ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া

নুরুল আলম:: খাগড়াছড়ির সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, সাবেক প্রাচীন মহকুমা রামগড়ের হাই স্কুল মাঠে ক্রীড়া চর্চার হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে। এক সময় দেশি-বিদেশি নামী-দামি খেলোয়ারের পদচারণায় মুখোরিত ছিল ইতিহাস-ঐতিহ্য বিজড়িত এ হাইস্কুল মাঠ। এখন আবার নতুনভাবে এ মাঠকে উজ্জীবিত করতে হবে খেলাধুলার মাধ্যমে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর,তরুণ, যুবকদের মাঠে ফিরতে হবে, সময় দিতে হবে।

শনিবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রামগড় উপজেলা জাতীয়তাবাদি ফোরাম এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সমন্বয়ক হাফেজ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সিনিয়র সহ সভাপতি প্রবীন চাকমা, সহ সভাপতি মংশেথোয়াই চৌধুরি, সাধারণ সম্পাদক এম.এন আফসার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া চ্যাম্পিয়ন ও রানারআপ দুই দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।
প্রসঙ্গত: টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। শনিবার ফাইনাল খেলা রামগড় সম্প্রীতি একাদশ ও লামকুপাড়া দুরন্ত যুব স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইবেকারে ৫-৪ গোলে লামকুপাড়া দুরন্ত যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

এর আগে শুক্রবার রাতে রামগড়ে হেনা বেলায়েত স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!