শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা ও মহালছড়ি থেকে দুই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে গুইমারা এলাকা থেকে যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীলকে আটক করে গুইমারা থানা পুলিশ। অন্যদিকে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম কতোয়ালী মোড় এলাকা থেকে আটক করে দায়িত্বরত পুলিশ ও র‌্যাপ ৭।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারায় মহালছড়ি থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম র‌্যাব ৭ এর সহযোগিতায় মহালছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কতোয়ালী মোড় এলাকা থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। অপরদিকে গুইমারায় আটককৃত যুবলীগ সভাপতি বিপ্লবশীলের বিরুদ্ধে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে গুইমারা থানায় ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪ এক্সপ্লোসিভ সাবস্টেন্স এক্ট ১৯০৪ রুজু করা হয়।

গুইমারা ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে চালান করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!