শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

দূর্গম পাহাড়ের মানুষের চিকিৎসা সেবার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছেন পাজেপ চেয়ারম্যান

আল-মামুন:: শীঘ্রই তবলছড়ি পুরান বাজারে পরিত্যক্ত জরাজির্ণ হাসপাতালটি এলাকাবাসীর চিকিৎসা সেবা অন্যতম কেন্দ্র হিসেবে আবারো গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এক সময় তবলছড়িতে বসবাসরতদের এক মাত্র ভরসাস্থল সে হাসপাতালটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। যেখানে আড্ডা বসে মাদক সেবীদের। হাসপাতালের প্রয়োজনীয়তার গুরুত্ব দিয়ে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) পরিদর্শন করেন তিনি।

এ সময় চেয়ারম্যানের সফর সঙ্গী হন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রফেসার আবদুল লতিফ,প্রশান্ত কুমার ত্রিপুরা,এ্যাড. মনজিলা সুলতানাসহ বিভিন্ন দপ্তরসহ স্থানীয়রা এতে অংশ নেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এ সময় ব্যবহার অউপযোগী ভবন পরিদর্শন কালে বিভিন্ন খোঁজ খবর নেন। পরিত্যক্ত হাসপাতালটির ধ্বসে যাওয়া দেয়াল,ব্যবহার অউপযুক্ত ছাদ,ভাঙ্গা দরজা-জানালা থেকে শুরু করে সেকেলে ভবন দেখে আবারো দূর্গম পাহাড়ের মানুষের চিকিৎসা সেবার নিশ্চিতে হাসপাতালটির বিষয়ে কাজ করে সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

এর আগে তিনি বিভিন্ন স্কুল পরির্দশনসহ বাজার ও পরে খাগড়াছড়ি হর্টিকালসার পার্ক পরির্দশন করে অসমাপ্ত কাজ, দেখে পার্কের বিভিন্ন স্থাপন,দৃষ্টিনন্দন করতে আরো উদ্যােগ নেয়ার কথা জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!