মোঃ কাউসারুল ইসলাম,মহালছড়িঃ মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি কে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবক ও পরিচালনা কমিটি।
মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ২২ ডিসেম্বর রবিবার ১১:০০ ঘটিকায় বিদায় অনুষ্টানে উপস্থিত হন জোন অধিনায়ক,
বিদ্যালয়ের শিক্ষকা তাসলিমা আক্তার উপস্থাপনায় বিদায়ী সংবর্ধনায় মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি ,এর পরেই স্বাগত বক্তব্য এবং বিদ্যালয়ের সার্বিক বিষয়ে স্মৃতিচারণ করেন প্রধান শিক্ষক বিশ্বজিত মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির পরিচালক মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক , বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী।
স্বাগত বক্তব্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেগ আপ্লুত হয়ে বিশ্বজিত মজুমদার বলেন, দীর্ঘ বছর ধরে ধুকতে থাকা বিদ্যালয়টিকে বর্তমান মহালছড়ি জোন অধিনায়কের সুদক্ষতায আজকে নিজেস্ব ক্যাম্পাস ও শ্রেণীকক্ষ নিয়ে সুন্দর ও মনমুগ্ধকর অবস্থানে এসেছে এ জন্য ৫৭ ইবি সেনা জোন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্য লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ও সুন্দর পরিবেশে পাঠদান,কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে দাবী করেন এবং খুবই দ্রুত সি.এইচ.টি.ডিবি থেকে আরো ১ কোটি টাকার একটি শিক্ষাঅনুদানের ব্যবস্থা হয়েছে বলে ঘোষণা প্রদান করেন যার মাধ্যমে ৪ তলা ফাউন্ডেশনের একটি বিদ্যালয় হবে যেখানে থাকবে শ্রেণীকক্ষ,ল্যাব,অফিসরুম। তিনি অভিভাবকদের অনুরোধ করেন পিছিয়ে পড়া মহালছড়ির শিক্ষার মানকে এগিয়ে নিতে সম্মলিত ভাবে কাজ করার,বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণে সার্বিক ভাবে কাজ করার। এগিয়ে যাক মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এই কামনায় তিনি তার সমাপনী বক্তব্য শেষ করেন। প্রধান উপদেষ্টা লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বিদ্যালয়ের থেকে বিদায় মুহূর্তে কোমলমতি শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্য আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মহালছড়ি গণমাধ্যম কর্মীরা, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ এবং অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।