শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;


নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা মো: মনির হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ৪নং পৌর ওয়ার্ড পলাশয় পুর উত্তরপাড়ায় নিহতের শ্বশুর আব্দুল গফুর প্রকাশ গাফ্ফার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির ২নং পৌর ওয়ার্ড ১০নং ইসলামপুরের জামাল হোসেনের ছেলে। তার স্ত্রী ও ৩ বছরের ১কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, খেদাছড়া বাজারপাড়া ৪নং ওয়ার্ডের আব্দুল খলিলের মোটর সাইকেল (চট্রমেট্রো হ- ২০৭১০১) ভাড়ায় চালাতেন মনির। কিছু দিন আগে ২নং পৌর ওয়ার্ড নতুনপাড়ার শাহজাহান মিয়ার ছেলে মো: হাসান মনিরের কাছ থেকে ৬হাজার টাকা ভাড়ায় ২দিনের জন্য মোটর সাইকেল নিয়ে কক্সবাজার যায়।

নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় হাসান কে ফোন দিলে তিনি জানান, তার (হাসানের) নিকট পাওনাদার কক্সবাজারে মোটরসাইকেল আটক করেছে। বিশ হাজারটাকা পাঠালে মোটর সাইকেল আনা যাবে।

এদিকে মোটরসাইকেলের মালিক মনিরকে গাড়ির জন্য চাপ সৃষ্টি করে। মনির তার পিতা ও শ্বশুরের কাছে টাকা চাইলে তারা দিতে অপারকতা স্বীকার করে। এতে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের শ্বশুর জানন,বিকাল ৫ টার দিকে মনিরের সাথে কথা বলতে তার ছোট মেয়ে (নিহতের শালি) ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ পায়। অনেক ডাকা ডাকির পর দরজা ভেঙ্গে মনিরকে ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মনিরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান,মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!