শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

গুইমারায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন


নুরুল আলম:: বর্ণিল আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) গুইমারায় শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টূর্ণামেন্ট। উপজেলার ষোলটি দল নিয়ে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আয়োজন করেছে সম্প্রীতি যুব সংঘ। এ উপলক্ষে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল মাঠকে সাজানো হয়েছিল বাহারি সাজে। বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলা উদ্বোধনের আগে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় চমৎকার নৃত্ব্যে মেতে উঠেন শিল্পিরা।

বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি. জি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, গুইমারা থানার ওসি তদন্ত দিপংকর, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: ইউছুপ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমন।

কানায় কানায় দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে গুইমারা বাজার একাদশ বনাম আরাফাত রহমান কোকো স্পোর্টি ক্লাব। মুহু মুহু করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে নিজ দলের সমর্থকরা। দৃষ্টিনন্দন খেলাটি নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে গুইমারা বাজার একাদশ। এসময় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সুমন ত্রিপুরা ও বিশাল দে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!