খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযান
নুরুল আলম: আত্ম-গোপন থাকার পরও শেষ রক্ষা হলো না আশুতোষ চাকমার। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের নিউজিল্যান্ড সড়কের নোয়াপাড়ায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয় বলে তিনি জানান।
এড. আশুতোষ চাকমা ১৫টির অধিক মামলা রয়েছে বলে সূত্র জানান। একই সাথে খাগড়াছড়ি পৌর যুবলীগের কর্মী কাউসার নামের আরো এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি খাগড়াছড়ির হাসপাতাল গেইট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা খাগড়াছড়ি সদর থানায় রয়েছে। তাদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে সূত্র জানায়।