শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

পরিক্ষার্থী নেকাব না খোলায় বহিষ্কারের ঘটনায়

নুরুল আলম:: নেকাব খোলাকে কেন্দ্র করে গত ১৩ ডিসেম্বর (বাউবি) পরীক্ষা চলাকালিন পরীক্ষার্থী উম্মে আনজুমান আরা কে বহিষ্কারের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার।

এ লক্ষে রবিবার ১৫ ডিসেম্বর দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক কামরুল হাসান পিএসসি এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, থানা অফিসার ইনচার্জতৌফিকুল ইসলাম , বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানা আক্তার, জামায়াতে ইসলাম সভাপতি আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় আইনের দিক থেকে সঠিক থাকলেও সামাজিক ও ধর্মীয় দৃষ্টি কোন থেকে নিজের ভূল স্বীকার করে উপস্থিত সকলের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেন অধ্যক্ষ প্রফেসার কামাল হোসেন মজুমদার। একই সাথে অভিযোগ কারি কে বহিষ্কার করা হয় নি এবং পরবর্তী সকল পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকেলে মাটিরাঙা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২১-২০২২ সেশনের ৩য় ও ৪র্থ সেমিস্টার পরীক্ষা চলাকালিন ৩য় দিনে হল পর্যক্ষেক ও অত্র কলেজের ক্রিড়া শিক্ষক আবুল হোসেন হাজিরা খাতায় স্বাক্ষর নিতে গিয়ে পরীক্ষার্থী সনাক্ত করতে নেকাব খোলার জন্য বলেন। এসময় সবার সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানিয়ে একজন নারী শিক্ষক বা নারী শিক্ষার্থীর সামনে নেকাব খোলার ইচ্ছে পোষণ করে শিক্ষককে অনুরোধ করেন। এতে হল পর্যবেক্ষক আবুল হোসন ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ কে জানালে অসদ আচরণের অভিযোগে পরীক্ষার্থীকে তাৎক্ষনিক বহিষ্কার করে অধ্যক্ষ।

ঘটনা জানজানি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদে ঝড় উঠে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সসাবেশ করে ইসলামিক দল গুলো।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!