শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

খাগড়াছড়ি জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন ও সদস্য তারবিয়াত সম্মেলন

oppo_0


মজলুম-আলেমদের কাজ করতে হবে
—মুফতি শামীম মজুমদার

নুরুল আলম:: শানে সাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেছেন,মজলুম আলেমদের কাজ করতে হবে। ইমাম-আলেমদের সেবাসহ ৪টি বিষয়ে এ ফাউন্ডেশন কাজ করে।

অনেক সংগঠনের শুরুটা বসন্তকাল হলেও সময়ের ব্যবধানে তা সমাপ্তি ঘটে কাজ ও নেতৃত্বের কারনে। তাই সকলের সহযোগিতায় যে কোন সমস্যা-সংকটে পাশে থেকে কাজ করে অন্যায়ের বিরুদ্ধে এই ফাউন্ডেশনের কাজ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে হোটেল দি গ্রিন ভ্যালিতে এ আয়োজিত খাগড়াছড়িতে শানে সাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে “শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন ও সদস্য তারবিয়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে যুগ্ম মহাসচিব মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি থাকবেন, শানে সাহবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউলাহ নূরী মাহমুদী।

এতে বক্তারা, ইমাম-খতিবদের নির্যাতনের শিকার হওয়াসহ নানান সমস্যার শিকার হলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের নেতৃত্বে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এতে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলার পূর্নাঙ্গ কমিটিতে মুফতি ইমাম উদ্দিন কাশেমী সভাপতি, মাওলানা শহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্যের মধ্যে বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!