শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

১৮ বছর পর রাঙামাটি পৌর জামায়াতের কর্মী সম্মেলন


নুরুল আলম:: দীর্ঘ ১৮ বছর পর জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে কর্মীদের স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায় সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান।

এ সময় জামায়াতের নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর ইতিহাসে জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় সবচেয়ে বেশী নির্যাতিত ও মজলুম হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অথচ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর কোনো প্রতিশোধ নেয়নি।

এর আগে পৌরসভা চত্তর থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরূপা আল আমিন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

পৌর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি মাওলানা মোঃ শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামীরসহ অন্যান্য নেতারা

বক্তারা বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সফল বিল্পব সাধন হয়েছে তা সমুন্নত রাখতে হবে। আগামীর বৈষম্যহীন-শোষনহীন দুর্নীতিমুক্ত কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে, দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!