নুরুল আলম:: গুইমারা উপজেলাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সকালে গুইমারা মডেল হাই স্কুল অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা গভ মডেল হাই স্কুল প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে তার ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে, বাজে আড্ডায় লিপ্ত হচ্ছে কিনা সকল বিষয় তদারকি করতে হবে। যাতে ছেলে মেয়েরা কোনো খারাপ কাজে না জরিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে আসতে পারে। এছাড়াও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি করেন।