শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইউএনডিপি ও জেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সকালে ইকোসিস্টেম রেস্টোরেসন রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি এর সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ ইউএনডিপির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে ইউএনডিপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেলাই মেশিন, ড্রাভিং প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে এসেছে। আবারো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্ম কর্মসংস্থান গড়ার লক্ষ্যে বিভিন্ন সামগ্রি বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয় আলোকপাত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!