নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া হায়নারা পুরো দেশকে বর্তমানে অস্থির করে তোলছে। দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিহিত করতে দেশের সকল শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক মানুষদের প্রতি আহ্বান জানান তারা।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মঈনুল ইসলাম চৌধুরী, গুইমারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা খাদ্য গুদাম ইনর্চাজ আতাউল গণি, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা ও বৈষম্যবিরোধী ছাত্ররা এ সভায় অংশ নেন।