শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পুরস্কার বিতরনী অনুষ্ঠান


নুরুল আলম::
“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গুইমারা এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে উৎসাহ প্রদাণের জন্য গত নভেম্বর ২০২৪ মাসজুড়ে গুইমারা কলেজে বির্তক প্রতিযোগিতা ও ২৫ নভেম্বর ২০২৪ তারিখে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গুইমারা উপজেলার ৯টি স্কুল হতে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও শহীদ লেঃ মুসফিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ২৬ নভেম্বর ২০২৪ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, বিএ-৫৪৯০ ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। এছাড়াও সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি এবং গুইমারা রিজিয়ন ও জোনের অন্যান্য অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!