নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লরি ট্রাক (ট্রাকটর) উল্টে মনির হোসেন (৩৫) নামে চালক নিহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) ৪নং পৌর ওয়ার্ড ইসলাম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির স্থানীয় কৃষক শুক্কুর আলীর ছেলে।
মনিরের চাচা আবু হানিফ জানান, সকাল ১০টার দিকে পাশের জমি থেকে ধান আনতে যাওয়ার সময় ইসলাম নগর এলাকায় নিজ চালিত খালি লরি ট্রাক (ট্রাকটর) উলটে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মনিরের ২ শিশু (ছেলে ) এক স্ত্রী রয়েছে।
আত্মীয় স্বজন ও স্থানীয়রা দাবি করছেন, গত ২দিন ধরে মনির বুকে ব্যথা নিয়ে অসুস্থ্য ছিল। আজ গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করলে গাড়ি খাদে পড়ে যায়। এতে তার মৃত্যু ঘটে।
একই সময় ট্রাকটরে থাকা স্থানীয় মো:রামেদুল ইসলামের ছেলে রুমন (১৫) আহত হয় । রুমনকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।