শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটি’র সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল


নুরুল আলম:: ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাব’র কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা ও খাগড়াছড়ি প্রেসক্লাব আগামী দুই বছর পর্যন্ত ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি’র গঠিত হয়েছে ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ।

এ উপলক্ষ্যে আলোচনা সভা,গুণী ও সিনিয়র সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়। পরে বিকালের দিকে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের নবগঠিত কমিটি’র সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য-কে সভাপতি, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্ল-কে সাধারণ সম্পাদক, দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. দিদারুল আলম রাজু-কে সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি পদে মো. জহুরুল আলম,সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মজুমদার,যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক,অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর,আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস,জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮উপজেলার প্রেসক্লাবের সভাপতিকে কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করে ২৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করা হয়। সেই সাথে ১৬সদস্য বিশিষ্ট সহযোগী সদস্যসহ মোট ৪১সদস্য বিশিষ্ট সদস্যদের নাম ঘোষণা করা এবং ৮ সদস্য অপেক্ষমাণ নবগঠিত কমিটি’র নাম ঘোষণা করা হয়। নবগঠিক কমিটি’র কার্যকাল দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমীর সৈয়দ আব্দুল মোমেন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান।

খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম, সহ-সভাপতি এড. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে কার্যনির্বাহী কমিটির সদস্য করায় সকলকে গুইমারা প্রেসক্লাবের সভাপতি ও খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল আলম ও সহ-সভাপতি আব্দুল আলী ও সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ সকল সদস্যদের পক্ষ থেকে নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!